নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সেলসারদী এলাকায় ভয়েস অব বন্দর নামে একটি সসামাজিক সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ আছর বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন সেলসারদী রুপনগর এলাকায় এ দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
তিনি বলেন, আজকে শুনলাম জুলাই আন্দোলনের প্রথম সারীর এক জুলাই যোদ্ধা ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছে। আমরা তো একটা স্বাধীন দেশে এমন বাংলাদেশ তো চাইনি। আমি জানিনা এই অপরাধের সাথে কে জড়িত কোন দল জড়িত তবে যেই জড়িত হউক প্রকৃত অপরাধীর বিচার চাই। এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতির চর্চা করা ভাল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে বাট প্রতিহিংসায় যেন চলে না যায়। ৫ আগষ্টের পূর্বে আমরা সবাই এক পতাকা তলে থেকে স্বৈরাচারের বিরোদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি কি হল যে আমরা আলাদা হয়ে গেলাম। মনে হচ্ছে হালুয়া রুটি ভাগের মতো একটা অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের লড়াইটা হয়েছে সমষ্টিগতভাবে। গণতন্ত্র মুক্তির লড়াই।
ভয়েস অব বন্দর সামাজিক সংগঠনের সহ সভাপতি মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবক রিপন খান,মাহতাব মিয়া,জিয়াবল হক,সংগঠনের সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, সদস্য নিবির হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।








































আপনার মতামত লিখুন :