News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

বন্দরে তিতাসের অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪২ পিএম বন্দরে তিতাসের অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বন্দরে তিতাসের অভিযানে  দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার ( ১৫ ডিসেম্বর) সকাল ১১টায় সময় বন্দর থানার ২০নং ওয়ার্ডের  পশ্চিম হাজিপুর  এলাকায় চমক মশার কয়েল ফ্যাক্টরী ও মিমহো ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে উল্লেখিত টাকা জরিমানা করে।

তিতাসের ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই সময় আরো উপস্থিত ছিলেন সহ প্রকৌশলী মো: জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি প্রমুখ।

তিতাসে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে পশ্চিম হাজিপুর এলাকার  চমক কয়েল ফ্যাক্টরীতে অভিযান চালাই। বৈধ কাগজপত্র দেখাতে না পারায়  কয়েল ফ্যাক্টরী  কাছ থেকে ৯০ হাজার টাকা ও আরেকটি প্রতিষ্ঠান থেকেও একইভাবে  ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বিভিন্ন  মালামাল জব্দ করা হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group