News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

আগামী প্রজন্মের জন্য সুন্দর রূপগঞ্জ রেখে যেতে চাই : দিপু ভূঁইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৫ পিএম আগামী প্রজন্মের জন্য সুন্দর রূপগঞ্জ রেখে যেতে চাই : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘সবাইকে নিয়ে মিলেমিশে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই। আপকামিং জেনারেশন জন্য সুন্দর রূপগঞ্জ রেখে যেতে চাই।’ 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিপু ভূঁইয়ার গোলাকান্দাইল বাসভবনে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি সাংবাদিকদের সমস্যা ও পরামর্শের কথা শোনেন এবং এসব বিষয়ে সমাধানের আশ্বাস দেন।

দিপু ভূঁইয়া বলেন, গত ১৭ বছর রূপগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিরাপদে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটা নিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের কাছে দাবি জানান তিনি। 
তিনি বলেন, তারাব পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা করা হয়েছে। অথচ কোনো নাগরিক সুবিধা নেই।নেই লাইট ও ড্রেনেজব্যবস্থা। রূপগঞ্জের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। রূপগঞ্জের স্বাস্থ্যের অবস্থাও ভালো না। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়।

দিপু ভূঁইয়া আরো বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম, সাংবাদিক এম এ মোমেন, আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস এম রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূইয়া প্রমুখ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group