নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এক বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, আমরা লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫জন লোক ছিল। তারা প্রত্যেকেই সাঁতরিয়ে পাড়ে উঠে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।









































আপনার মতামত লিখুন :