শিশু সাহিত্য বিষয়ক লেখক পাঠক আড্ডায় বক্তারা বলেছেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস ব্যবহারের কারনে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। তবে এখনো দেশের পাঠকদের বেশিরভাগ শিশু। শিশুরা বাবা মায়ের কাছে বই পড়ে শোনাতে বললে সেটি করতে হবে। তাদের সময় কাটাতে ডিভাইস ধরিয়ে দেয়া যাবেনা। শিশুদের উপযোগি বই বেশি বের করতে হবে। পাশাপাশি শিশুদের বইয়ের ভাষা, বিষয় বস্তু সম্পর্কে সচেতন থাকতে হবে। বিভিন্ন বয়সে শিশুদের আগ্রহের বিষয় ভিন্ন হয়। একদম ছোট শিশুরা ছবিময় বই পছন্দ করে। একটু বড় শিশুরা রুপকথা, গোয়েন্দা গল্পের সাথে ছবি দেয়া বই পছন্দ করে। অষ্টম শ্রেণীর পরের শিশুরা গল্প উপন্যাসের পাশাপাশি তথ্য ভিত্তিক বইও পড়ে। তাই তাদের উপযোগি বই সহজ ভাষায়, ভালো অঙ্গ সজ্জায়, ভালো প্রচ্ছদ, ভালো কাগজে ছাপতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশুতোষ লেখক শরীফ উদ্দিন সবুজ। বিশেষ অতিথি ছিলেন কবি রইস মুকুল। আলোচনায় অংশ নেন পাঠাগারের সমন্বয়ক মুন্নি সর্দার, জয় নূর আক্তার, রাশেদুল ইসলাম রাসেল, তামান্না বেগম, লামিয়া, রাইসা, আবু বক্কর সিদ্দিক, নিলুফা বেগম, ফাতেমা আক্তার, মোহাম্মদ আবুল কাশেম, রাফসান, মুত্তাকিন আহমেদ প্রমুখ।
আয়োজনে শরীফ উদ্দিন সবুজ বলেন, গল্প কোনো শক্ত কঠিন বিষয় নিয়ে হতে হবে এমন না। যেকোনো কিছু নিয়ে গল্প হতে পারে। আমাদের চারপাশে অনেক গল্প ছড়িয়ে আছে। কোনো জায়গার নামে গল্প আছে। কোনো গাছের সাথে গল্প আছে। আমাদের জীবনে অনেক গল্প আছে। এগুলি লিখতে লিখতে আমরা গল্প লেখা শুরু করতে পারি।
রইস মুকুল বলেন, শিশুদের জন্য গল্প লেখা অনেক কঠিন। শিশুদের জন্য লিখতে হলে নিজেকে শিশু হতে হয়। শিশুদের সাথে মিশে তারা শিশুদের মতো করে লিখতে শিখে।
এই কঠিন কাজটা আমাদের শরীফ উদ্দিন সবুজ করে গেছে। এবং আমাদের মধ্যে গদ্য লিখে সে অনেক এগিয়ে গেছে। তার গল্প নিয়ে একটা শিশুতোষা সিনেমা হয়েছে। এটা সবাই পারেনা।
হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ও পাঠাগারের পাঠক তামান্না বেগম, রাইসা ও লামিয়া বলেন, শরীফ উদ্দিন সবুজের ‘বটেশ্বর পাহাড়ে পিচ্চিদের এক রাত’ কল্পনার একটি ভিন্ন জগতে আমাদের নিয়ে যায়। আবার এ থেকে শেখারও অনেক কিছু আছে। গল্পটি আমাদের পাশেরই আরেকটি জেলা নরসিংদীর ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারি। এ ধরনের বই আমাদের ডিভাইস থেকে দূরে রাখতে পারে।
মুন্নি সর্দার বলেন, শরীফ উদ্দিন সবুজের ‘শেয়ালদের পরাজয়’ আসলে ভালো মানুষ আর মন্দ মানুষের দ্বন্দ্ব নিয়ে রুপকথার বই। শিশুরা এটি পড়লে বুঝতে পারবে ভালো মানুষরা ঐক্যবদ্ধ থাকলে মন্দদের পরাজিত করা খুব সহজ।









































আপনার মতামত লিখুন :