নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ এর পৃথক মাদক বিরোধী অভিযানে ১৪৩.৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিল'সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ এবং ঢাকা টিকাটুলিস্থ র্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪), মেহেদী আমিন (৩২) নামক ৪ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামিদের হেফাজত হতে ১৪৩.৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়। পৃথক আরেকটি অভিযানে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বিবি রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাকির হোসেন (৪৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত হতে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, হবিগঞ্জের মাধবপুর থানাধীন জোয়ালডাঙ্গা এলাকার মৃত গিয়াসউদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (৩০), রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বাঘাহাটা এলাকার সোহরাব আলীর পুত্র মো. সোহেল রানা (৩২), একই এলাকার মেহেদী আলআমিন (৩২), বায়া পালবাড়ি এলাকার দীন মোহাম্মদের পুত্র মাহবুর ইসলাম নয়ন (৩৪), পটুয়াখালী বাউফল ভরিপাশা হাফিজ হাওলাদারের পুত্র জাকির হোসেন (৪৫)।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







































আপনার মতামত লিখুন :