News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২

বন্দরে আলিফার পরিবারের খোঁজ নিতে ছুটে যান মুফতি মাসুম বিল্লাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:২৪ পিএম বন্দরে আলিফার পরিবারের খোঁজ নিতে ছুটে যান মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের খোঁজ নিতে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিহত আলিফার দড়ি সোনাকান্দাস্থ বাসায় গিয়ে বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সান্ত্বনা দেন।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, এ ছোট্ট মাসুম বাচ্চাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা চরম পৈশাচিক হত্যাকাণ্ড। বিগত দিনে এরকম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় সমাজে এ ধরনের অপরাধ বরংবারই সংঘটিত হচ্ছে। এমন ঘটনা মেনে নেয়ার মত নয়।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনপূর্বক অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি দিতে হবে।  এ বিষয়ে পুলিশ সুপার ও বন্দর থানা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

উপস্থিত ছিলেন, বন্দর থানার সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি আ. হক, রফিকুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group