সবাই চায় তার জীবিত অবস্থায় তার ভবিষ্যত সন্তান কোন স্থানে যায় সেটি তিনি দেখে যেতে পারে না। এটা আমার খুব সৌভাগ্য সেটা আমি দেখে যেতে পারছি’। ছেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাকে নিয়ে আবেগ আপ্লুত বক্তব্যে দিতে গিয়ে কেঁদে ফেলেন বাবা নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।
২৪ ডিসেম্বর বিকালে বিএনপি মনোনয়ন পাওয়া বন্দর উপজেলার নবীগঞ্জ কদম রসূল দরগাহে জিয়ারত ও দোয়া মিলাদ শেষে তিনি তার বক্তব্যে ছেলের প্রশংসা করেন। পাশে ছিলেন ছেলে আশা ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল।
এছাড়াও ৩ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আবুল কাউসার আশা রীতিমত জ্বালাময়ী বক্তব্যে প্রশংসিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্দেশ্যে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা উক্তিতে বন্দরে প্রশংসিত হয়েছেন দল ও সাধারণ মানুষের মধ্যে।
শহরের ১৭নং ওয়ার্ডে তারেক রহমানের লিফলেট বিতরণ শেষে সাংবাদিক উদ্দেশ্যে বক্তব্যে প্রশংসা পেয়েছিলেন তিনি। জালাল হাজী তৃতীয় প্রজন্ম আবুল কাউসার আশা ছাড়া আর কেউ নেই বলে জানিয়ে দিয়েছেন সাবেক এমপি আবুল কালাম। ‘টাকা পয়সা দুইদিন-ভালোবাসা চিরদিন’ উক্তি পর এবার নতুন করে আলোচিত হয়েছেন ‘কি ভাই কত পেয়ে গেলেন। কত টাকা দিয়ে নিয়ে গেলেও’। এমন বক্তব্যে ইতোমধ্যে বন্দরে প্রশংসা করেছেন বন্দর বিএনপি বর্তমান ও সাবেক নেতারা। তারা জানিয়েছেন জালাল হাজী তৃতীয় প্রজন্ম হিসেবে বন্দর ও নারায়ণগঞ্জ মানুষের জন্য আবুল কাউসার আশা যোগ্য হয়ে জনপ্রতিনিধিত্ব করবেন।
অ্যাডভোকেট আবুল কালাম আরও বলেন, আগামী দেশ গড়ার কারিগর তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অত্র আসনে নির্বাচন করার জন্য ধানের শীষ তুলে দিয়েছেন। বিগত দিনে যেভাবে দলের নেতাকর্মীরা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন আগামী দিনেও তারা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা করছি। আমি দলের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমার বয়সের কারণে নবীনদের প্রতি দায়িত্ব থাকবে বেশি। যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকেও নিজের পাশে চান আবুল কালাম।


































আপনার মতামত লিখুন :