News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

রূপগঞ্জে শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে বিজয় র‌্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:০৪ পিএম রূপগঞ্জে শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে বিজয় র‌্যালি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ ও ‘ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে রূপগঞ্জে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংঠনের নেতাকর্মীরা গাউছিয়া-ভুলতা এলাকার প্রধান সড়কে এই বিজয় র‌্যালি করেন।

শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিজয় র‌্যালিটি সকলের নজর কেড়ে নেয়। বিভিন্ন প্ল্যাকার্ড সহ জাতীয় ও দলীয় পতাকা শোভাপায় নেতাকর্মীদের হাতে। এসময় শরীফ আহমেদ টুটুল গণঅভুত্থান, স্বৈরাচারের পতন, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নানা স্লোগানে ধরেন। স্লোগানে মুখরিত হয় রাজপথ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত এক সভায় শরীফ আহমেদ টুটুল বলেন, ‘আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারদেরকে যথাযথ মর্যাদা দিবেন। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিকামী মানুষের রক্তের ঋণশোধ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের দলীয় নেতাকর্মীসহ যে সকল ছাত্র-জনতা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন আমরা তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবো না। আমাদের নেতা তারেক রহমান শহীদ পরিবারের পাশে আছেন এবং আমরা তাদের পরিবারের পাশে আছি এবং থাকবো। আগামী দিনে একটি গণতান্ত্রিক শোষণমুক্ত গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত ঘটে তার জন্য আমাদের নেতা তারেক রহমান সকল পরিকল্পনা নিয়েছেন। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার সমস্ত নির্দেশনা আগামী দিনে অক্ষর অক্ষরে পালন করব।’

এসময় রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Islam's Group