বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সৈয়দপুর গোল চত্ত¡র এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব মো. মনিনুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জুয়েল দেওয়ানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহবায়ক সাহেব উল্লাহ রোমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা। বায়ু দূষণের কথা চিন্তা করে আমরা সদর থানা স্বেচ্ছাসেবক দলকে শহরের সাথেই বৃক্ষরোপন কর্মসূচি নেয়ার জন্য। আমাদের প্রত্যেকটি ইউনিটেই এই কর্মসূচি পালিত হবে। আমরা হয়তো একসময় কমিটি থাকবো না কিন্তু এই গাছগুলো থেকে যাবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি।
মো. মনিনুর রহমান বাবু বলেন, সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। এটা ধারাবাহিকভাবে চলবে। তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশনা দেয়া হয়েছে। আমরা চেষ্টা করবো ১০ হাজার বৃক্ষরোপণের।
আপনার মতামত লিখুন :