News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই শহরকে যানজট মুক্ত রাখতে : সোহেল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:২৯ পিএম সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই শহরকে যানজট মুক্ত রাখতে : সোহেল

নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিনের তীব্র যানজট কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ এবং মডেল গ্রুপ। স্বেচ্ছাসেবী নিয়োগ করে তারা সাধারণ মানুষের চলাচল সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শহরের অনেক জায়গায় ইতোমধ্যে যানজট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও অনেকেই নিয়ম-কানুন মানতে অনীহা দেখাচ্ছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এই শহর আমাদের। তাই এই শহরের দায়িত্বও আমাদেরকেই নিতে হবে। আমরা যদি নিজেদের অবস্থান থেকে সচেতন হই, তাহলেই শহর হবে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত।

তিনি আরও বলেন, যানজট নিরসনে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিয়ম মেনে গাড়ি চালানো, রাস্তার জায়গা দখল না করা এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করা। এ বিষয়গুলো মেনে চললেই অনেক সমস্যা সহজে সমাধান হবে।

মোরশেদ সারোয়ার সোহেল আরও জোর দিয়ে বলেন যে, সিটি করপোরেশনকে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে এবং বিশেষ করে ড্রেন এবং রাস্তার কাজগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করতে হবে। ট্রাফিক পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টায় শহরকে একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর নগরীতে রূপান্তরিত হবে।

Islam's Group