News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

অদৃশ্য নিয়ন্ত্রক জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৪৩ পিএম অদৃশ্য নিয়ন্ত্রক জাকির খান

বর্তমান সময়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে সব থেকে আলোচিত একটি নাম হচ্ছে জাকির খান। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে দলে কোথাও কোন পদ পদবি না থাকলে নারায়ণগঞ্জ বিএনপির বড় একটি অংশের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন সাবেক এই ছাত্র নেতা। তাছাড়া নারায়ণগঞ্জ বিএনপিতে কোন কমিটিতে তিনি পদে না থাকলে নিজের ভাই, চাচা, অনুসারীরা মধ্যে নারায়ণগঞ্জের বেশ কিছু ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব সহ অর্থনৈতিক খাত গুলোর নিয়ন্ত্রক হয়েছেন। যার ফলে সেই সকল খাত ও সংগঠনগুলোতে রয়েছে জাকির খানের অদৃশ্য নিয়ন্ত্রণ। খেয়াঘাট থেকে শুরু করে বাসস্ট্যান্ড এমনকি আইনজীবী সমিতিতেও রয়েছে তার প্রভাব। অন্যদিকে দেওভোগে পোশাক প্রস্তুতকারক সমিতি থেকে শুরু করে, দ্বিগুবাবুর বাজার, হোসিয়ারী অ্যাসোসিয়েশন এমনকি বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনেও রয়েছে জাকির খানের নিজস্ব লোক।

তথ্য মতে, জাকির খানের চাচা মনির হোসেন খান যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক পদে রয়েছেন। যদি জাকির খান মুক্ত হওয়ার আগে থেকেই তিনি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক পদে পদায়িত হয়েছিলেন। তবে এখন পর্যন্ত বিএনপি এই নেতার বিরুদ্ধে তেমন কোন গুরুতর অভিযোগ উঠেনি গত ১ বছরে।

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বয়সে জাকির খানের অনেক সিনিয়র হলেও বর্তমানে মূলত তিনি জাকির খানের লোক হিসেবেই বেশি পরিচিত। বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বেশ কিছু স্থানে জাকির খানকে হাইলাইটস করেছেন। ব্যবসায়ী এই সংগঠনটিতে বদিউজ্জামান বদু ছাড়াও পরিচালক পদে রয়েছেন জাকির খানের অন্যতম কর্মী পারভেজ মল্লিক।

ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে শুধু হোসিয়ারী অ্যাসোসিয়েশনই নয় দেওভোগে তৈরি পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হয়েছেন জাকির খানের বড় ভাই কবির খান। বিশাল ওই মার্কেটের একক নিয়ন্ত্রক এখন কবির খান। কোন প্রকার নির্বাচন ছাড়াই এই ব্যবসায়ী সংগঠনটির সভাপতি পদ দখলে নিয়েছেন কবির খান। এছাড়াও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনে পরিচালক পদে রয়েছেন জাকির খানের আরেক ভাই লিঙ্কন খান। সব শেষ নির্বাচনে কোন প্রকার প্রতিদ্বদ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন লিঙ্কন খান।

আর্থিক খাত গুলোর মধ্যে নারায়ণগঞ্জে সব থেকে বড় খাত হলো নারায়ণগঞ্জে সর্ববৃহৎ বাজার দ্বিগুবাবুর বাজার। যেটির বর্তমানে ইজারাপ্রাপ্ত হয়েছে জাকির খানের আরেক ভাই জিকু খান। প্রতিদিন এই বাজার থেকে লক্ষাধিক টাকা উপার্জিত হওয়ার কথা কারো অজানা নয়। অর্থ আয়ের আরেকটি বড় খাত হচ্ছে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট। সেখানে ইজারাপ্রাপ্ত হয়েছেন জাকির খানের অনুসারী দিদার খন্দকার। প্রতিদিন এই ঘাট দিয়ে লক্ষাধিক মানুষের যাতায়াত রয়েছে।

বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের পশ্চিমপাড়ের মত পূর্ব পাড়েও রয়েছে জাকির খানের অনুসারিদের নিয়ন্ত্রণ। পূর্বপাড়ে জাকির খানের একাধিক অনুসারী বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের পূর্ব পাড়ে বিভিন্ন দিকের নিয়ন্ত্রণ ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল ঋষিকেষ মিঠু। যাকে বিএনপি সমর্থিত ধর্মীয় সংগঠন পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক পদে আসিন করা হয়েছিল। কমিটি প্রকাশের দিনই তার বিরুদ্ধে বন্দরে মেহেদী হত্যার ঘটনায় মামলায় দায়ের হয়। এরপর থেকে পলাতক রয়েছেন ঋষিকেশ মিঠু। মিঠু ছাড়াও ওই এলাকায় আরো ছিল স্বেচ্ছাসেবক দলের রাজু হোসেন রাজন। সম্প্রতি তাকেও একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে বন্দরে জাকির খানের এই দুই অনুসারীকে হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ। বন্দর খেয়াঘাটের কাঠপট্টি এলাকায় সে রাজু হোসেনের রাজুর কার্যালয় দখল নিয়ে জাকির খানের শাখা অফিস খুলেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে এই কার্যালয়টি খান মাসুদের অফিস হিসেবেই সবাই জানতো।

নারায়ণগঞ্জের পরিবহন খাতেও রয়েছে জাকির খানের নিয়ন্ত্রণ, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল বর্তমানে নিয়ন্ত্রণ করছে জাকির খানের অনুসারি মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান। যিনি এক সময় তৈমূর আলম খন্দকার ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদের অনুসারী এবং জাকির খানের বিরোধী ছিল। বর্তমানে তিনি জাকির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সেন্ট্রাল বাস টার্মিনালের নিয়ন্ত্রণে আল আমিন খানের পাশাপাশি রয়েছে সালেহ আহম্মেদ রনি ওরফে অ্যাডভান্স রনি, সহ আরো অন্যান্যরা।

এসব সংগঠন গুলো ছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতেও জাকির খানের আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। সেই নিয়ন্ত্রণ আরো দৃঢ় হতে পারে আগামী ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পরে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির ও অ্যাডভোকেট আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে সরকার হুমায়ন কবির ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিব মন্ডল নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। নির্বাচনে এই দুইজন প্রার্থী বিজয়ী হলে আইনজীবী সমিতিতেও জাকির খানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

সব মিলিয়ে নারায়ণগঞ্জের সর্বত্র জাকির খানের অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

Islam's Group