আড়াইহাজারে রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন বলেন, সরকারের এই উদ্যোগে প্রাকৃতিক জলাশয় ও পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে স্থানীয়ভাবে দেশীয় মাছের চাহিদা পূরণ হবে, অন্যদিকে জেলেদের জীবনমান উন্নত হবে।
আপনার মতামত লিখুন :