News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:১০ পিএম সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার ৩০ আগস্ট দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাতে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার চার বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া বাড়ি উঠানে দুপুরে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে খালের ঘাটে চলে যায়। এরপরেই তাদের আর খোজ পাওয়া যাচ্ছিলো না।

দুপুর আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গেলে সেখানে ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখে। পরে আশপাশের লোকজন গিয়ে সেখান থেকে ইয়ামিন ও নুসাইবার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শিশু দুটি খালের পাড়ে বেধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে ডুবে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। নিহতদের পারিবারের কোন অভিযোগ না থাকায় তাদের বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

Islam's Group