অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা প্রবীন নেতা জামাল উদ্দিন কালু, অসুস্থ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসান আহম্মেদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাহাঙ্গীর আলম কমিশনার ও প্রয়াত বিল্লাল হোসেনের বাড়িতে গিয়ে খোজ খবর নিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। এ সময় অসুস্থ কাল ও হাসান বিদেশ আগত এটিএম কামাল দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে প্রয়াত জাহাঙ্গীর আলম ও প্রয়াত বিল্লাল হোসেনের স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।
এটিএম কামাল জানান, ২০২২ সাল ফেব্রুয়ারি থেকে তিন বছর যাবৎ আমেরিকা ছিলাম। এর মাঝেও নারায়ণগঞ্জ বাড়ীতে অবস্থান নিলেও প্রকাশ হয়নি। আবারো স্ত্রী চিকিৎসায় আমেরিকা উদ্দেশ্যে রওনা হবো। তাই প্রবীন নেতা জামাল উদ্দিন কালু, হাসান আহম্মেদ ও প্রবীন নেতা প্রয়াত জাহাঙ্গীর আলম ও প্রয়াত বিল্লালের বাড়িতে গিয়ে পরিবারের খোজ খবর নিয়েছি। অসুস্থ কালু ভাই দেখে বলেছেন, কামাল তোমার অপেক্ষায় ছিলাম, আজ খুব ভালো লাগছে। এদিকে হাসান আহম্মেদ আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন, তিনি বলেন ইশারা বলেন- তার জন্য দোয়া করতে। অন্যদিকে জাহাঙ্গীর কমিশনারের স্ত্রী জানান, আপনাকে দেখে খুব ভালো লাগলো। সেই পুরানো রাজনীতি দিনগুলো মনে পড়ে গেলেও। একই সাথে প্রয়াত বিল্লাল হোসেনের পরিবার করুণ অবস্থা দেখে হতাশা হয়েছি। বিল্লাল ছিলো মহানগর বিএনপি সক্রিয় একজন নেতা। আজ তিনি নেই বলে, তার পরিবার করুণ অবস্থায় দিন কাটছে। আমার আহবান থাকবে- বিল্লালের পরিবারের দিক সবাই নজর দিন।
আপনার মতামত লিখুন :