News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:০২ পিএম ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার ৩০ আগস্ট বিকেল সোয়া ৪টায় শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা 'নুরের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, 'জাতীয় পার্টির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ''আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, 'আমাদের সংগ্রাম, চলছেই চলবে'সহ নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়া বলেন, ইচ্ছাকৃতভাবে আমাদের নেতার উপর হামলা করা হয়েছে। টাকার বিনিময়ে আমার নেতাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। তবে আল্লাহর রহমতে তা সম্ভব হয়নি। তবে অন্যান্য দলের নেতাকর্মীরা মনে করবেন না যে আপনাদের উপর হামলা হবে না। যদি সবাই সোচ্চার না হোন তাহলে ভিপি নূর দিয়ে শুরু হলো আপনাদের দিয়ে শেষ হবে।সবশেষ এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম বলেন, গতকাল সেনাবাহিনী ও পুলিশ আমাদের নেতার উপর যে হামলা করেছে তা কোনো ইন্ধন থেকে হয়েছে। তা দ্রুত তদন্ত করে দেখবেন। আমি মনে করি, হাসিনা সরকার পালিয়ে গেলেও প্রশাসনের প্রতিটি সেক্টরে তার লোকজন এখনো রয়েছে। দেশে আইনবিচার প্রতিষ্ঠা না করলে দেশ কখনো ঠিক হবে না।

মিছিলে জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Islam's Group