অবশেষে ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের ময়লা আবর্জনা পরিস্কার করা হয়েছে।
‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ফেলে রাখা ময়লা দ্বিতীয় বারের মতো পরিচ্ছন্ন করা হয়।
‘ময়লা ফেলা নিষিদ্ধ’ স্থানে ময়লার স্তুূপ; শিরোনামে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিউজ নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
স্থানীরা জানান, সংবাদ প্রকাশের পর বদলে গেছে স্টেডিয়ামের সামনের চিত্র। তবে শুধু ময়লা পরিস্কার করলেই হবে না, জনগণকে সচেতন হতে হবে।
গত ১৭ জুন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের অংশ থেকে ১০ ট্রাক ময়লা আবর্জনা অপসারণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সে সময় রাস্তার আশপাশের বাসিন্দাদের নগরের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ‘আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধে’র সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল।
এর ২ মাস পর ১৮ আগস্ট গিয়ে দেখা যায়, শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে স্থানে মাত্র ২ মাস পূর্বে ময়লা আবর্জনা পরিস্কারের কর্মসূচি পালিত হয়েছে। সেই একই স্থানে নতুন করে মুরগীর দোকানের বর্জ্য, কষাই খানার বর্জ্য, মৃত গরু, ডাবের খোসা পড়ে আছে। বস্তায় বস্তায় বেঁধে ফেলে যাওয়া এ সব বর্জ্য দেখেই বুঝা যাচ্ছে অন্য স্থান থেকে এনে এখানে ফেলে গেছে কেউ।
স্টেডিয়ামের পাশের একাধিক দোকানীরা বলেন, বর্জ্য গুলো রাতে ফেলা হয়। তাই কে বা কারা ফেলে, তা বলতে পারে না কেউ।
আপনার মতামত লিখুন :