বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিনিধিদল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব, যুব মজলিস মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী, প্রশিক্ষণ সম্মাদক মাওলানা ফজলুর রহমান আরেফী ও প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি ও মাওলানা আহমাদ শরীফ সহ প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
জেলা প্রশাসক প্রতিনিধিদের আন্তরিকতা ও উদ্দীপনাকে স্বাগত জানান এবং রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নয়নে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো জনকল্যাণমূলক কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :