News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

গ্যাস লিকেজ অগ্নিকাণ্ড জড়িতদের শাস্তি চাইলেন ছাত্রদল নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:১২ পিএম গ্যাস লিকেজ অগ্নিকাণ্ড  জড়িতদের শাস্তি চাইলেন ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, গত ২২ আগস্ট রাত সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা ৯ জন দগ্ধ হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মৃত্যুবরণ করেছে। দুইজন এখনও মৃত্যুশয্যায় রয়েছে। নিহতদের মধ্যে আমাদের সরকারি তোলারাম কলেজের মেধাবী শিক্ষার্থী তৃষা রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ডে নিহত ও চিকিৎসাধীন দগ্ধদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজিজুল ইসলাম রাজীব বলেন, আমরা যখন জানতে পারি তৃষা সহ তার পরিবারের অগ্নিদগ্ধ হয়েছেন। তখন আমরা তৃষার জন্য ফান্ড সংগ্রহ করি। সে সুবধা আমরা ডিসির কাছে আবেদন করি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। তার একদিন পরে তৃষা মারা যায়। বাড়ির ভিতরে অবৈধ তিতাস গ্যাসের যে লাইন আছে লাইনের মধ্যে লিকেজ থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাইবো যেন এই বিষয়গুলো দেখে। লিকেজের ব্যাপারে শক্তভাবে যেন দেখা হয়। লিকেজ মেরামত না করার কারণেই ৭ টি তাজা প্রাণ ঝড়ে গেছে। আমরা এটার মূল্য কিভাবে পাবো। সেই সাথে পরবর্তীতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য এই ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি অগ্নিকাণ্ডের নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাত সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জে আচমকা বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। বর্তমানে তাদের মধ্যে দুইজন চিকিৎসীন অবস্থায় বেঁচে আছেন এবং বাকীরা সকলেই মারা গেছেন।

Islam's Group