মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা ঝড় এলে আম কুড়াতে চায়, যার ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছেন, দলের বিরুদ্ধে কাজ করেছেন আজকে তারা বিএনপির পতাকা তলে আসতে চাচ্ছে। আমরা সেটা হতে দিবো না। আমরা সেটার বিরুদ্ধে কাজ করবো। আজকে বিএনপির র্যালি, এখানে মহানগর বিএনপির আহবায়ক সদস্য সচিব কারো ছবি নেই। এখানে ছবি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের। সদ্য প্রক্রিয়াশীল কিছু ব্যক্তি তাদের বড় বড় ছবি ব্যবহার করছে মনে হচ্ছে তাদের জন্মদিন আজকে। আগামী নির্বাচনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্য থেকেই প্রার্থী মূল্যায়ন করতে হবে। কোন সুসময়ের মধুখোড় আমরা দেখতে চাইনা।
সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়া এলাকায় হোসিয়ারী অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় আয়োজিত বর্ণাঢ্য র্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির হাত ধরে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিকে বিদায় করবো। বাংলাদেশ হবে একটি সুন্দর, সাম্প্রদায়িকতা মুক্ত নিরাপদ বাংলাদেশ। হিন্দু, মুসলিম বৌদ্ধ খিস্ট্রান, শ্রমিক, ছাত্র জনতা সবাই মিলে আমরা এই বাংলাদেশ গড়ে তুলবো। আমরা দেশের ভবিষ্যত রচনা করবো, আমাদের দেশ আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেই নিরাপদ রাখতে হবে। সকল প্রকার জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের এ দেশ থেকে নির্মূল করবো।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়ার ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিশনপাড়া এলাকায় এসে জড়ো হয়। এ সময় তারা বাদ্য বাজনা সহ নানা সাজে মিছিল রঙিন করে তুলেন।
পরে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে চাষাঢ়া, ২নং রেলগেট এলাকা ঘুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :