News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

মান্নানের সামনে কঠিন পথ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:১৮ পিএম মান্নানের সামনে কঠিন পথ

নারায়ণগঞ্জের রাজনীতিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এই পরিবর্তন একদিকে যেমন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে, অন্যদিকে তেমনি বিড়ম্বনায় ফেলেছে দীর্ঘদিন সোনারগাঁকে কেন্দ্র করে রাজনীতি করা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে। আসনের এই পুনর্গঠন যেন মান্নানের সামনে কঠিন সময় ডেকে এনেছে।

বিগত সময়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি কেবল সোনারগাঁ নিয়েই গঠিত ছিল। তবে ২০০৮ সালের নির্বাচনেই একবার সোনারগাঁয়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জ যুক্ত হয়েছিল। তখন আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে সিদ্ধিরগঞ্জকে ফতুল্লার সঙ্গে যুক্ত করে দিলে সোনারগাঁও আলাদা আসন হিসেবে থেকে যায়। সেই থেকে আজহারুল ইসলাম মান্নান এই আসনকে ঘিরেই রাজনৈতিক মাঠ দখলে রেখেছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের প্রভাব হ্রাস পাওয়ায় সোনারগাঁ পুরোপুরি চলে আসে বিএনপির নিয়ন্ত্রণে। মান্নান ও তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সজীব পুরো উপজেলা জুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পুনর্গঠিত আসনে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ায় পাল্টে গেছে সমীকরণ। সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরেই বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগেই তিনি সোনারগাঁয়ও সক্রিয় হয়ে উঠেছেন। ফলে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ মিলিয়ে নতুন আসনে গিয়াস এখন অনেকটা এগিয়ে গেছেন। বিপরীতে মান্নান এতদিন শুধু সোনারগাঁতেই সীমাবদ্ধ ছিলেন। হঠাৎ করেই নতুন করে সিদ্ধিরগঞ্জে প্রভাব বিস্তার করা তার জন্য সহজ কাজ নয়।

এদিকে রাজনৈতিক মহলে আগে থেকেই ধারণা ছিল, সোনারগাঁয়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। অনেকেই বলেছিলেন, গিয়াসের সক্রিয়তা সেই সম্ভাবনাকেই ইঙ্গিত করছিল। অবশেষে সেটিই সত্যি হলো। ফলে গিয়াসকে রাজনৈতিক দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে।

সব মিলিয়ে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ মিলিয়ে গঠিত নতুন আসনে মান্নানের সমীকরণ হয়ে পড়েছে কঠিন। একদিকে গিয়াসের আগে থেকে থাকা প্রভাব, অন্যদিকে তার রাজনৈতিক তৎপরতা সবকিছু মিলিয়ে বিএনপির ভেতরেই এই আসনকে ঘিরে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। ফলে আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনটি ঘিরে রাজনৈতিক নাটকীয়তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Islam's Group