News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শাহ আলমের সামনে সুযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২৪ পিএম শাহ আলমের সামনে সুযোগ

দীর্ঘ অনুপস্থিতির পর আবারও আলোচনায় নারায়ণগঞ্জ বিএনপির সাবেক নেতা মো. শাহ আলম। সংসদীয় আসন পুনর্বিন্যাস যেন তার রাজনৈতিক জীবনে নতুন দরজা খুলে দিয়েছে। স্থানীয় রাজনীতিতে এখন প্রশ্ন এই সুযোগকে কি তিনি এমপি হওয়ার টিকিটে রূপ দিতে পারবেন? নতুন সীমানা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৪ আসনে এখন অন্তর্ভুক্ত হয়েছে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোপনগর ও আলীরটেক ইউনিয়ন। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জকে এই আসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনে। এতে করে শাহ আলমের সবচেয়ে বড় প্রতিদ্বদ্বী প্রার্থী হিসেবে পরিচিত মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদ আর থাকছেন না এই আসনের খেলায়। ফলে স্থানীয় রাজনীতিতে শাহ আলমের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফতুল্লা অঞ্চলে শাহ আলমের জনপ্রিয়তা বরাবরই বেশি। এলাকাবাসীর বড় অংশই চান স্থানীয় কেউ যেন তাদের প্রতিনিধি হন। তাছাড়া ফতুল্লা থেকে বিএনপির তেমন আর কোনো শক্তিশালী নেতা না থাকাও শাহ আলমের পক্ষে অনুক‚ল পরিবেশ তৈরি করেছে। তবে শাহ আলমের পথচলা একেবারেই সহজ ছিল না। ২০১৮ সালে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর প্রায় এক দশক তিনি রাজনীতি থেকে কার্যত আড়ালে ছিলেন। কিন্তু সা¤প্রতিক মাসগুলোতে আবার সক্রিয় হয়েছেন এবং দলের হাইকমান্ডের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

চলতি বছরের গত ৩ এপ্রিল ফতুল্লায় নিজ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন শাহ আলম। সেখানেই তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “আমি নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখি। ইনশাআল্লাহ এবার নির্বাচন করব। জনগণের প্রিয় প্রতিনিধিকেই এবার সুযোগ দেওয়া হবে।”

নিজের নেতৃত্বের শক্তি তুলে ধরে তিনি দাবি করেন, তার সময়ে জেলা বিএনপির কমিটিতে ফতুল্লার ৩৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার ভাষায়, “মানুষ তখন বলেছিল এটা ফতুল্লার কমিটি নাকি জেলার কমিটি! আমি চাইতাম সবাইকে জায়গা দিতে।”

সব মিলিয়ে বলা যায়, আসন পুনর্বিন্যাস শাহ আলমকে নতুন করে রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিএনপির আগামী নির্বাচনী কৌশলে তিনি কি নারায়ণগঞ্জ-৪ আসনের মুখ হবেন, তা সময়ই বলে দেবে। তবে আপাতত মনে হচ্ছে, এমপি হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেছেন মো. শাহ আলম। আর এমপি হতে এটা তার জন্য বড় একটি সুযোগ তা নি:সন্দেহেই বলা যায়।

Islam's Group