বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সদর থানাধীন ১৩ নং ওয়ার্ড যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল জন্মলগ্ন থেকেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দলীয় ঐক্যই আমাদের শক্তি। আগামী নির্বাচনে আমরা সবাই মিলেমিশে কাজ করব দলের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করে তুলব।”
মোস্তাফিজুর রহমান বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি সমাজ ও মানুষের সেবায় নিবেদিত একটি সংগঠন। আমাদের অঙ্গীকার, শহরের নাগরিক জীবনের দুর্ভোগ কমাতে কাজ করা। বিশেষ করে চিকিৎসা সেবার মান উন্নয়ন, অব্যবস্থাপনা দূরীকরণ এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য শহরে পরিণত করার জন্য যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে।”
তিনি শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করে বলেন, “তাঁদের রক্ত ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা। সেই চেতনা নিয়েই আমরা তরুণ প্রজন্মকে সংগঠিত করব এবং দেশ গঠনে অবদান রাখব।”
শেষে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান “জয় হোক জাতীয়তাবাদের, জয় হোক গণতন্ত্রের
আপনার মতামত লিখুন :