News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ ‘মৃত শহর’ বসবাসের অযোগ্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৪১ পিএম নারায়ণগঞ্জ ‘মৃত শহর’ বসবাসের অযোগ্য

রাজধানীর পাশের জেলা বন্দর নগরী নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডিখ্যাত এ জনপদ থেকে এক অবহেলিত নগরী। নেই কোন উন্নতমানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। গার্মেন্ট শিল্প অধ্যুষিত এ জনপদের সড়কগুলোর বেহাশ দশা। যানজটে নাকাল থাকে নগরবাসী। রাস্তাঘাট অবকাটামো অনুন্নত থাকায় এ জনপদ ছাড়ছে বিত্তশালী। অনেক মধ্যবিত্তরাও এখন শহর ছেড়ে ঢাকামুখী হচ্ছে। জীবিকার তাগিদে তাগিদে তারা নারায়ণগঞ্জ আসছেন, কাজ শেষ করে ফের রাজধানীতে চলে যাচ্ছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নারায়ণগঞ্জ থেকে বিত্তশালীদের ঢাকা চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।

তাঁর এ মন্তব্য বেশ আলোচনার সৃষ্টি করে। কিন্তু কেন এই সঙ্কট। নিউজ নারায়ণগঞ্জের সঙ্গে আলাপকালে ব্যবসায়ী, সাংবাদিক, আবাসন ব্যবসায়ীরা তুলছেন নানা অভিযোগ। কেউ কেউ বলছেন এ শহর অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু বসবাসযোগ্য হয়ে উঠছে না।

রাজধানীর পাশের নারায়ণগঞ্জ জেলাকে নিয়ে এক সময়ে স্থানীয়রা গর্ববোধ করলেও ক্রমশ এ শহর ঘিঞ্জি আর বসবাসের অযোগ্য হয়ে উঠতে শুরু করেছে। এ শহর দিয়ে চলাচল যেন এক কঠিন কাজ এখন। টাইলস খচিত ফুটপাত থাকলেও মানুষ হাঁটতে পারে না হকারদের কারণে, ব্যাটারি চালিত অটো রিকশার দাপটে যানজট, যত্রতত্র অনুমতি ছাড়া সিএনজি ও অটো স্ট্যান্ড, সরকারী দুটি হাসপাতালে চিকিৎসা সেবার নাজুক দশা, মশার উপদ্রুব, শহরে চলাফেরায় নিরাপত্তাহীনতা বিশেষ করে ছিনতাইকারীদের তৎপরতা সহ নানা কারণে এ নগরবাসীকে কষ্ট পোহাতে হচ্ছে।

দিন দিন শহর যে ‘মৃত শহর’ হয়ে উঠতে শুরু করেছে সেটাও উঠে আসছে রাজনীতিক ও জনপ্রতিনিধিদের কণ্ঠে। কিন্তু সমাধানের কোন উদ্যোগ নেই। সকলে শুধু সমস্যার কথা বলছেন। তবে কেউ উদ্যোগ নেয় না। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে বিড়ালের ঘণ্টায় ঘণ্টা বাধবে কে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গত এক বছরে এ জনপদের চিত্র পাল্টানোর চেষ্টা করেছেন। তিনিও অন্য জেলায় থাকতে শুনতেন এ জেলার কথা। কিন্তু নারায়ণগঞ্জ এসে তিনিও অনুভব করছেন এখানকার বাস্তবতা।

তিনি বলেছেন, অর্থনৈতিকভাবে নারায়ণগঞ্জ উন্নত হয়েছে কিন্তু পরিবেশগত ও সামাজিকভাবে হয়ে উঠতে পারেনি।

নারায়ণগঞ্জে সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও মহিলা কলেজ থাকলেও এসব বিদ্যাপীঠ থাকলেও নারায়ণগঞ্জ জেলা হিসেবে আশানুরূপ উন্নয়ন হয়নি।

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুম রেজা বলেন, নারায়ণগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ও পাঠদানে অমনযোগীতা আছে। এটা কাটিয়ে উঠতে পারলে ফলাফল ভালো হবে।

নারায়ণগঞ্জে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে পাইকারী বাজার। বড় বড় শ্রমঘন কারখানা রয়েছে। এখানে অনেক আগন্তুক আসেন বিভিন্ন প্রয়োজনে। অথচ রাতে থাকার তেমন কোন আবাসিক হোটেল নাই। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এখানকার ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় বাইরের জেলার লোকজনও এখানে ভিড় জমায়। ছোট একটি শহরে ২০ লাখের বেশি মানুষের বসবাস। প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলাতে ব্যবসায়ীক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে দেশের এক নম্বর ধনী জেলাতে পরিণত হয়েছে। কিন্তু ক্রমশ বসবাসের অযোগ্য হচ্ছে।

নারায়ণগঞ্জে বিশালাকার দুইটি হাসপাতাল রয়েছে। অথচ এসব হাসপাতালে তেমন কোন চিকিৎসা হয় না। জটিল এবং কঠিন কোন রোগীকে তারা হাসপাতালে রাখতে চায় না। জটিল কোন রোগীকে তারা দ্রুত সময়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এর বাইরেও এ হাসপাতাল গুলোতে বার্ণ ইউনিট, হৃদরোগ ইউনিটসহ অনেক চিকিৎসা হয় না। অথচ এসব হাসপাতালে এসব বিভাগ চালু হলে ঢাকার প্রতি রোগীর চাপ কমে যেত।

নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ ভলেন্টিয়ার দিয়ে যানজট নিরসনের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাতেও উন্নতি নেই। ব্যবসায়ীরাও হতাশ।

Islam's Group