নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার; এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। কিন্তু এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য মানসম্মত।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিসংখ্যান অফিসের উদ্যােগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তথ্য মানসম্মত না হলে সমাজে রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়। রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সমস্যার সৃষ্টি হয়। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা যেন তুলে ধরেন। তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :