News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

নাগরিক সমস্যা সমাধানে ছুটছেন তরিকুল সুজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৩০ পিএম নাগরিক সমস্যা সমাধানে ছুটছেন তরিকুল সুজন

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের আনাগোনা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীদের ভিড় ঠেলে নাগরিক সমস্যা সমাধানে আলো ছড়াচ্ছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। নিজেদের সাধ্যমত শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডে গিয়ে গণসংযোগ, বর্জ্য অপসারন, মশার ঔষধ প্রয়োগ করে সাধারণ মানুষের দোরগড়ায় পৌছে যাচ্ছেন তারা। সেই সাথে দিচ্ছেন আধুনিক ও পরিবর্তিত নারায়ণগঞ্জ গড়ার ঘোষণা।

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের নানাবিধ সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন। ৫ আগস্টের পর থেকেই নারায়ণগঞ্জের বাস ভাড়া বিরোধী আন্দোলন, যানজট নিরসন, মেট্রো রেলের দাবিতে আন্দোলন, জলাবদ্ধতা নিরসন সহ নানাবিধ নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন তারা। তবে সেপ্টেম্বর থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামেন জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন ও তার নেতাকর্মীরা।

সেপ্টেম্বর থেকেই শহরে ডেঙ্গু প্রকোপ বিরোধী কর্মসূচি শুরু করে গণসংহতি। তরিকুল সুজনের নেতৃত্বে একে একে প্রায় শহরের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হয়। সেই সাথে সিটি করপোরেশন ও সিভিল সার্জনের উপর চাপ প্রয়োগ করে মশা নিধনে জোড়ালো ভূমিকা রাখে গণসংহতি আন্দোলন। শুধু তাই নয়, নারায়ণগঞ্জের প্রধান দুইটি হাসপাতাল খানপুর ৩০০ শয্যা ও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেলে নিজেদের নজরদারি বৃদ্ধি করেন। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার দুর্দশার বিষয়টি সামনে নিয়ে আসেন। একই সাথে সেসব বর্জ্য অপসারণ করান সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে এসে।

এছাড়া বন্দরেও হাসপাতালে রোগীদের সেবা, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পাশাপাশি স্কুলে স্কুলে গিয়ে ডেঙ্গু বিরোধী সচেতনতা করতে দেখা গেছে। যা স্বাভাবিক ভাবেই মানুষের রুট লেভেলে পৌছে যাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নারায়ণগঞ্জ ৫ আসনে এনসিপির চাইতেও এগিয়ে আছে গণসংহতি আন্দোলন। যার পেছনে রয়েছে নিজেদের সক্রিয়তা, বুদ্ধিদিপ্ত কর্মসূচি ও দাবি আদায়ে সাফল্য।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, এই কার্যক্রম কেবল নির্বাচনকে সামনে রেখে নয়। সারাবছরই মানুষের জন্য কর্মসূচি পালন করে থাকে। তবে নির্বাচনকে সামনে রেখে এখনকার কর্মসূচিতে আলাদা করে সামনে আসছেন তরিকুল সুজন। তবে বছর ব্যাপী প্রতিটি কর্মসূচিতেই তরিকুল সুজন জড়িত থাকেন বিভিন্ন ভাবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চাইতেও বেশি প্রতিবাদী অবস্থান ও কর্মসূচি পালন করতে দেখা গেছে গণসংহতি আন্দোলনকে। এমনকি জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে আন্দোলনে নেতৃত্ব দেয়ার সম্মুখ সারিতে যারা ছিলো তাদের অধিকাংশই ছিলো গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, দেশের বিভিন্ন জেলার চাইতে নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের আলাদা পরিচিতি রয়েছে। বাংলাদেশ পন্থী দল হিসেবে ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিচিত করেছে দলটির নেতাকর্মীরা। সাধারণ ভোটাররাও আলাদাভাবে চিনতে শুরু করে দলটির নেতাকর্মিদের। ভোটের লড়াইয়ে নামার আগে নিজেদের সম্মানজনক স্থানে নিয়ে যেতে বদ্ধ পরিকর দলটি। ফলে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে তাদের।

Islam's Group