News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

আবুল কালামের মিছিলে স্লোগান ‘টাকা পয়সা কয় দিন, ভালোবাসা চিরদিন’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:১৬ পিএম আবুল কালামের মিছিলে স্লোগান ‘টাকা পয়সা কয় দিন, ভালোবাসা চিরদিন’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩ বার আপনাদের ভোটে এমপি হয়েছি। আমি নির্বাচিত হয়ে যে উন্নয়ন করেছি তা আপনাদের সামনেই দৃশ্যমান। আমি আপনাদের পরিক্ষিত সৈনিক। আমার বাবা মরহুম জালাল হাজীও আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। আর আমার একমাত্র ছেলে আবুল কাউছার আশাকেও বন্দরবাসীর জন্য দান করে দিলাম।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টা থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ২৩নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ে জড়ো হতে শুরু করে। পরে বিকেল ৪ টায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বন্দর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত নেতৃবৃন্দরা শ্লোগান দেন “টাকা পয়সা কয় দিন, ভালবাসা চিরদিন”

উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপি নেতা সোলাইমান, মনির হোসেন, নেছারউদ্দিন, শফিউদ্দিন সোহেল, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহম্মেদ, শহীদ মেম্বার, আবুল হোসেন, রোমান চৌধুরী, হাবিব মেম্বার, পনির ভূইয়া, বাবুল, পারভেজ আলম, আমজাদ হোসেন মেম্বার, পারভেজ আলম, আমির হামজা, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন লিয়ন, জাহাঙ্গীর বেপারী, আলতাব হোসেন ইব্রাহীম, নুরে আফসার শাওন, মনির হোসেন, পাপ্পু, সৈকত গাজী, ডালিম, সুমন মুন্সি, বাবুল, হৃদয়, শহীদুজ্জামান, ইউনুছ, নাছির নান্টু, ওমর, সানি, রানা, সেলিম, কালাম, হুমায়ুন, আনোয়ার সজীব, আনোয়ার হোসেন, স্বপন, মির্জা, রিপন, রাকীব, রাজন, মোস্তাক, রাজু, রাজীব, কালাম সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

Islam's Group