News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

শহরে বাবুলের গণসংযোগে জনগণ নেতাকর্মীদের ঢল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:৫৯ পিএম শহরে বাবুলের গণসংযোগে জনগণ নেতাকর্মীদের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তার নিদের্শনায় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়প্রত্যাশি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের নেতৃত্বে শহর-বন্দরের ওয়ার্ডগুলোতে লিফলেট বিতরণ করছেন সমর্থকরা।

সোমবার ২০ অক্টোবর ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ ও বাবুলের ধানের শীষের পক্ষে ১৩নং ওয়ার্ডের গলাচিপার বালু মাঠ, সরদার পাড়া, আমলা পাড়া, কেবি সাহা রোড, কালির বাজার, স্বর্ন পট্টি, ১৫নং ওয়ার্ডের দিগুবাবুর বাজার, নয়ামাটি, ডিআইটি রেলওয়ে মার্কেট এলাকায় গণসংযোগ করা হয়েছে।

আবু জাফর আহম্মেদ বাবুলের ছোট ভাই জহির আহম্মেদ সোহেল গণসংযোগকালে বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে তাদের সকলের মতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ কারণে এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারেক রহমান নিদের্শ দিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে। তার নিদের্শ মোতাবেক মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে লিফলেট দিয়ে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ করে যাচ্ছি।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

ইতোমধ্যে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হবে না। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে, তাই চাঁদাবাজ লুটতরাজকারীদের বিএনপিতে কোনক্রমেই ঠাঁই হবেনা।

Islam's Group