২০ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগরের ১৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার অংশ হিসেবে ক্রীড়ানুরাগী ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জনগণের হাতে লিফলেট পৌঁছে দেয়ার পাশাপাশি কেন এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত প্রয়োজন তা সরাসরি ব্যাখ্যা করা হয়। সাধারণ মানুষের রাষ্ট্র ও সমাজ নিয়ে বিদ্যমান উদ্বেগ, স্বপ্ন ও প্রত্যাশার প্রেক্ষাপটে এই কার্যক্রমে ব্যাপক উৎসাহ ও সাড়া পাওয়া গেছে।
গণসংযোগে নেতৃত্ব দেন ৯০’র স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা ও ২৪’র জুলাই গণআন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন আনু।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ৯০’র ছাত্রদল নেতা সরকার আলম, ৯০’র বিপ্লবী আন্দোলনের অন্যতম মুখ্য থানা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের সাবেক নেতা ও ৯০’র সম্মুখ সারির ছাত্রনেতা জয়নাল আবেদীন, নুর আলম ও দেলোয়ার।
উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্মানিত প্রবীণ ও জনপ্রিয় বিএনপি নেতৃবৃন্দ আসলাম কাজী, প্রবীণ নেতা সিরাজ, সর্ব শ্রেণী-পেশার গ্রহনযোগ্য জনপ্রিয় নেতা আওলাদ, ইব্রাহিম, সিপন, শাহ জালাল, বাশার, পাভেল, সোহাগ, সেলিম, ইকবাল, জানে আলম, সঞ্জু, হাসানসহ ওয়ার্ডের সচেতন সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
গণসংযোগে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই রূপরেখা বাস্তবায়নই পারে বাংলাদেশকে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে।
আপনার মতামত লিখুন :