News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:১৯ পিএম গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনিত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, গডফাদারদের কারণে বিগত সময়ে জনগণ ভোট দিতে পারেনি। বিএনপির আদর্শ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। বিএনপি ধোকা দিয়ে ভোট আদায় করার দল নয়। সিদ্ধিরগঞ্জে আর গডফাদারের নির্দেশ চলবেনা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরাতমের ৩১ দফা বাস্তবায়নে শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় বালুর মাঠে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও ধানের শীষের পক্ষে গণপ্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কান্না জরিত কণ্ঠে আজহারুল ইসলাম মান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সকলেই ওয়াদা করেছিলাম, দল যাকে মনোনয়ন দিবে সবাই তার পক্ষে মাঠে নেমে একসঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর তারা সেই ওয়াদা ভঙ করেছে। এখন আমি তাদের দেখাও পাচ্ছিনা। তবে দল যদি আমাকে না দিয়ে তাদের মনোনয়ন দিত তাহলে আমি আমার ওয়াদা রেখে তাদের জন্য মাঠে ঝাপিয়ে পড়তাম। আমার বিরুদ্ধে তারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে আমি কখনো তা করতাম না।

সাবেক এমপি গিয়োস উদ্দিনের নাম উল্লেখ করে তিনি বলেন, গিয়াস উদ্দিন আমার বড় ভাই। তাই আমি তার বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও দেখা পাইনি। তবে যতদিন তার দেখা না পাব ততদিন আমি তার কাছে ছুটে যাব।

তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই সিদ্ধিরগঞ্জবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। যদি নির্বাচিত হই তাহলে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ খাবার পানি ও গ্যাস সমস্যার সমাধান করে দিব। কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে হবেনা। আমি বৈধভাবে প্রত্যেক বাড়িতে গ্যাস সংযোগের ব্যবস্থা করে দেব। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।

মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সংরক্ষিত সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুল্লাহ মাহমুদ ফয়সাল, জাসাস নেতা আক্তারুজ্জামান লিটন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ম মোহাম্মদ জসিম উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ।

Islam's Group