News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

গডফাদারমুক্ত ফতুল্লা গড়তে চান দুই দল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:১৭ পিএম গডফাদারমুক্ত ফতুল্লা গড়তে চান দুই দল

সাইনবোর্ডে জামায়াতে ইসলামী লংমার্চ আটকিয়ে গডফাদার উপাধী পেয়েছিলেন আওয়ামীলীগের হেভিওয়েট নেতা শামীম ওসমান। এরপর নিজ দল ও প্রতিপক্ষ দলের নেতাকর্মীরাও কদাচিৎ সে উপাধি দেন। শামীম ওসমান ও নারায়ণগঞ্জের গডফাদার আলোচিত ছিলো এক যুগ। নারায়ণগঞ্জ-৪ আসনে ১৯৯৬, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটে বিনা ভোটে চারবারের এমপি ছিলেন শামীম ওসমান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও দাদা-বাবা নামে ষ্টেডিয়ামের নামকরণ ছাড়া ফতুল্লা অঞ্চলের কোন অবদান নেই তার। এমনকি ফতুল্লাবাসীকে জলাবদ্ধতামুক্ত পরিবেশ করতে বারবার মিথ্যাচার করা হয়েছে অভিযোগে প্রতিপক্ষ দলের নেতাদের।

নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে পানিতে নেমে ‘খেলা হবে’ ডায়ালগ ভাইরাল হওয়া পর নেটিজনেরাও শামীম ওসমানকে নিয়ে সমালোচনা করেছেন। নারায়ণগঞ্জ হলো ওসমানলীগ এমন বার্তা দিয়েছিলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আওয়ামীলীগের জেলা মহানগর নেতা নেত্রীদের উপর ক্ষমতা দাপট দেখান শামীম ওসমান। এমপি সারাহ বেগম কবরীকে জেলা প্রশাসকের সভাকক্ষে তেড়ে যান শামীম ওসমান। একই সাথে আওয়ামীলীগের কয়েক নেতা উপর চড়াও হন তিনি।

সবশেষ গত বছর ১৯ জুলাই শামীম ওসমানের নেতৃত্বে তার ছেলে অয়ন ওসমান ও বিশস্ত অনুসারী শাহ নিজাম বলয়ে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ শ্রমিকলীগের নেতাকর্মীদের নিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করেন। ওই সময়ে ডিআইটি শিশু রিয়া গোপ ও লিংকরোডে একাধিক ছাত্র-জনতার হতাহত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ তাদের অনুসারীরা দেশে-বিদেশে পলাতক রয়েছেন গত বছর ৫ আগষ্ট থেকে।

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। যার কারণে ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীবিহীন অবস্থায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ঘোষিত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। গডফাদার শামীম ওসমানের আসনটি তাদের জয়ের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এ সময় ‘ফতুল্লাকে গডফাদার মুক্ত গড়ে তোলা’ আশ্বাস দিয়ে যাচ্ছে দুই ইসলামী দলের মনোনীত প্রার্থীরা।

জামায়াতে ইসলামী : বুধবার ৩ ডিসেম্বর লক্ষিনগর- মধ্যনগর সংযোগ সাঁকো উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগর সংযোগে বাঁশের সেতু ও খালপাড়ের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি কৃষকদের সাথে কৃষকের সুবিধা অসুবিধার কথা শুনেন ও পারস্পরিক মতবিনিময় করেন।

এরপর আব্দুর জব্বার বলেন, জামায়াত ক্ষমতায় আসলে কৃষকতার ন্যায অধিকার ফিরে পাবে। সিন্ডিকেট ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গডফাদারমুক্ত ফতুল্লা গড়ে তুলে উন্নয়নের নগরী করা হবে। আর যেন কোন জনপ্রতিনিধি পানিতে দাড়িয়ে মিথ্যাচার করতে না পারে। বিগত আওয়ামীলীগ সরকার জনগণের আশা আকাঙ্কা পূরণ না করে নিজেরা হাজারো কোটি টাকা মালিক বনে গেছেন। নারায়ণগঞ্জের এক গডফাদার জনরোষের ভয়ে বিদেশে পালিয়ে আসেন। তার কথায় সরকার উঠতো বসতো, এখন তিনিই জনগণের ভয়ে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিটি এলাকায় কিশোর গ্যাং নামক বিষাক্ত বাহিনী থাকবে না। একমাত্র জামায়াতে ইসলামী জনগণের চাহিদা পূরণে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।

ইসলামী আন্দোলন : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণার মাঠ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীও টানা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও নিয়মিত প্রচারণায় সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন-অবনয়নের বিভিন্ন বিষয়ে কাজ করায় তাঁর জনপ্রিয়তা বেড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রতিদিনই নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, নারায়ণগঞ্জের আলোচিত গডফাদার শামীম ওসমান আর হবে না। আওয়ামীলীগ আর আসবে না নারায়ণগঞ্জে আর কোন গডফাদার জন্মও হবে না। এক যুগ বেশি সময় ফতুল্লায় কোন উন্নয়ন হয়নি। ভুয়া টেন্ডারের নামে গডফাদার ও তাদের অনুসারীরা অর্থ আত্মসাত করেছেন। জনগণের চাহিদা পূরণে বদলের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। এর ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আমাদের মূল স্লোগান- ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’। স্বাধীনতার পর নেতার পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। এবার আমরা সত্যিকারের পরিবর্তনের যাত্রা শুরু করতে চাই।

তিনি অভিযোগ করে বলেন, আমি প্রার্থী হওয়ার পর কিছু মহল আমার জনপ্রিয়তা ক্ষুন্ন করতে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিভিন্ন গোপন মিডিয়ায় অপপ্রচার চলছে। কিন্তু মিথ্যার কাছে আমি কখনো মাথা নত করব না। আমি নারায়ণগঞ্জের সন্তান। এমপি হই বা না হই, এই জেলার সংকটে আমি সবসময় পাশে ছিলাম, থাকব। সড়কের দুরাবস্থা নিরসন, জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এলাকা গড়তে চাই। মিথ্যার সঙ্গে আপস নয়। ধর্ম, দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।

Islam's Group