বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বর্তমান আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, সদর থানা যুবদল নেতা সাইফুল ইসলাম আপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে নেতৃবৃন্দরা বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন। সারা বাংলাদেশ তার কথা জানে। সারা বিশ্বের মানুষ আজ তাকে স্মরণ করছে। তিনি আমাদের জন্য দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

































আপনার মতামত লিখুন :