News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

হাতিতে মনোনয়ন জমা,ধানের শীষের প্রত্যাশার স্ট্যান্টবাজি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:১০ পিএম হাতিতে মনোনয়ন জমা,ধানের শীষের প্রত্যাশার স্ট্যান্টবাজি

হাতি মার্কায় দল থেকে মনোনয়ন জমা দিয়ে ধানের প্রত্যাশী করেছেন নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে কিং মেকার খ্যাত সাবেক এমপি মোহাম্মদ আলী। সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নিজের মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি যে রিপাবলিক পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন সেই বিষয়টি মিডিয়া সহ সকলের কাছে গোপন করে ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিডিয়ারতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী বলেছেন, আমি ১৯৯৬ সালে বিএনপির এমপি ছিলাম। বিএনপির দু:সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে মনোনয়ন দিয়েছিলো। আজকে আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে ধানের শীষের। ধানের শীষ তো ছিল আমাদের। ধানের শীষের জন্য আমি একদিন লড়েছি। এখনো আমি ধানের শীষের কাজই করবো। ধানের শীষ নিয়ে যা করতেছে না করতেছে আমি ধানের শীষের প্রত্যাশা করি এবং আগামী দিনে আপনারা দেখবেন আমি জনগণের জন্য বিগত ছিলাম, আগামী দিনেও আমি জনগণের কাজই করবো। এজন্য আমি প্রত্যাশা করছি যেভাবে হোক সাংবাদিকদের সাথে আগামীকাল প্রেস কনফারেন্স করে আমি আপনাদের যেকোন প্রশ্নের উত্তর দিবো।

তবে রাতে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন জমা দেওয়া মোহাম্মদ আলী রিপাবলিক পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন। যে দলের নির্বাচনী প্রতীক হলো হাতি।

বিষয়টি জানতে মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ অনুসারী জানান, তিনি রিপাবলিকান পার্টির হয়েই মনোনয়ন দাখিল করেছেন। দলটি চেষ্টা করছে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। তিনি নারায়ণগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছেন। দলটির প্রতীক হাতি। ফলে এই দল থেকে নির্বাচন করলে হাতি মার্কা নিয়ে নির্বাচন করতে হবে মোহাম্মদ আলীকে।

বিষয়টি জানাজানি হলে নতুন করে মোহাম্মদ আলীকে নিয়ে সমালোচনা শুরু হয়। আগে থেকেই মোহাম্মদ আলীকে নিয়ে বির্তক ছিল। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু কঠোর ভাষায় মোহাম্মদ আলীর সমালোচনা করে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জের পলাতক গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের পরামর্শে নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে অভিযোগ তুলেন টিপু।

তবে মোহাম্মদ আলী রিপাবলিক পার্টি থেকে মনোনয়ন জমা দিয়ে ধানের শীষের প্রতীকের প্রত্যাশা করায় ধানের শীষ নিয়ে মোহাম্মদ আলীর স্ট্যান্ড বাজি বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, মোহাম্মদ আলী আওয়ামী লীগের ক্ষমতার আমলে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ছায়া সঙ্গী ছিলেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিয়ে ছিলেন মোহাম্মদ আলী। সে সময় এটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এরপর মোহাম্মদ আলী বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এরপর বিভিন্ন সময় আলোচনায় আসেন মোহাম্মদ আলী। এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়া, বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হওয়া থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ আলী। তিনি প্রথমে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষতক তিনি বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্রকারী কেএম আবু হানিফ হৃদয়ের নেতৃত্বাধীন রিপাবলিক পার্টির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু তিনি মিডিয়াতে বলেছেন তিনি ধানের শীষের প্রত্যাশা করছে। এমন মিথ্যা বক্তব্য দেওয়া নারায়ণগঞ্জ -৪ আসনের ভোটারদের সাথে প্রতারণার সামিল বলে মনে করছেন তারা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group