News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার জানাজায় তৈমূরের অংশগ্রহণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:৩৫ পিএম খালেদা জিয়ার জানাজায় তৈমূরের অংশগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন সিনিয়র অ্যাডভোকেট  ড. তৈমুর আলম খন্দকার। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিনিয়র অ্যাডভোকেট  ড. তৈমুর আলম খন্দকার গভীর শোক প্রকাশ করেছিলেন।

ড. তৈমুর আলম খন্দকার বলেছিলেন- “আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, যার সমকক্ষ নেতৃত্ব আজ পর্যন্ত গড়ে উঠেনি। আমি জাতীয়তাবাদ, গনতন্ত্র, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ও যে কোন অগ্রাসন ও অধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি জ্ঞান হওয়ার পর থেকেই; সে সুবাধে বি.এন.পি’র তৎসময়ের বার বার কারাবরন ও  রাজপথের  গুলি খাওয়া একজন সক্রিয় কর্মী হিসাবে দেশনেত্রীকে আমি অনেক কাছ থেকে দেখার ও বুঝার সুযোগ  আল্লাহ পাক আমাকে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি সব সময় বলি “আমার পিঠের চামড়া দিয়ে দেশনেত্রীর জুতা বানিয়ে দিলেও তার ঋণ শোধ হবে না।’’ দেশনেত্রী খালেদা জিয়া আমৃত্যু স্বৈরাচার সরকার দ্বারা অযাচিত ভাবে নির্যাতিত ও নিগৃহিত হয়েছেন।
 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group