News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

আতশবাজি ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহবান সিরাজীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৪৩ পিএম আতশবাজি ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহবান সিরাজীর

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ-৪ আসনবাসীর প্রতি থার্টিফাস্ট নাইটের নামে আতশবাজি ও ফানুস না উড়িয়ে পরিবেশ রক্ষার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। 

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট এটি আমাদের দেশীয় সংস্কৃতি নয়, এবং এ রাতটি যেভাবে উদযাপন করা হয় তা কখনো বাংলাদেশের মানুষের সংস্কৃতি হতে পারেনা। এ রাতে যে ভাবে আতশবাজি ও ফানুস উড়ানো হয় এতে পরিবেশের বিপর্যয় সহ নানান দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি নারায়ণগঞ্জ-৪ আসন বাসীর প্রতি আহবান জানাবো পরিবেশ রক্ষায় আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকুন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group