সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম পেশায় একজন আইনজীবী। তবে এখান থেকে তার কোনো আয় নেই। তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে আয় করেন ৩ লাখ ৯৫ হাজার ৯১৩ টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ৪৭ লাখ ৫৯ হাজার ১০৬ টাকা এবং স্ত্রীর নিকট নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৯১১ টাকা। তার নামে একটি রিভলবার ও একটি বন্ধুক রয়েছে। তার বর্তমান অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৮ লাখ টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ আড়াই কোটি টাকা। ২৫ লাখ টাকা দেনা রয়েছে তার। নিজ নামে রয়েছে ২১৫ শতাংশ জমি। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ১৬ লাখ ৪ হাজার ৫১২ টাকা।


































আপনার মতামত লিখুন :