সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল মামুন পেশায় একজন শিক্ষক। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। বাড়ি ভাড়া থেকে তার বার্ষিক আয় ১ লাখ ৬৬ হাজার ৫০০টাকা এবং নির্ভরশীলদের আয় ১৩ লাখ ৬১ হাজার ৪৮২ টাকা। শিক্ষকতা করে তার বার্ষিক আয় হয় ২ লাখ ৬৫ হাজার টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ১লাখ ৭৮ হাজার ৪২৯ টাকা এবং স্ত্রীর নামে শুধু ৫২ তোলা স্বর্ণ রয়েছে। তার অস্থাবর এবং স্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। তার বাড়ি থাকলেও নেই কোনো গাড়ি এবং আগ্নেয়াস্ত্র। তার মোট সম্পদের পরিমাণ ৭৫ লাখ ৯৩ হাজার ৬৯৬ টাকা।


































আপনার মতামত লিখুন :