News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

ন্যায় ও ইনসাফপূর্ণ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার শপথ নিতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪৫ পিএম ন্যায় ও ইনসাফপূর্ণ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার শপথ নিতে হবে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী শুক্রবার বিকেল ৫টায় আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন এর সঞ্চালনায় ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় ১৯৯১ সালের ২৩ আগস্টে, প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ:, তিনি তৎকালীন কুলশিত ছাত্র রাজনীতির বিপরীতে ন্যায়, ইনসাফ পূর্ণ ও মানবতার মুক্তির দূত রাসুল সা: আদর্শে আদর্শিত একদল ছাত্র তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় ন্যায় ইনসাফ পূর্ণ এবং দুর্ণীতি মুক্ত নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

আলোচনার শেষে ২০২৬ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ পাঠ করানো হয়।

পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলগণ হলেন সভাপতি: সাইফুল ইসলাম, সহ-সভাপতি: সাঈদ মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক: ফরহাদ হোসাইন 

সাংগঠনিক সম্পাদক: সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক : মাসুম বিল্লাহ, দাওয়াহ সম্পাদক : রমজান আলী, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক: শাহ্ আব্দুল আজিজ, প্রকাশনা ও দফতর সম্পাদক: মিরাজ হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক : জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক : মিরাজ মোর্শেদ, কওমী মাদরাসা সম্পাদক : ইয়াছিন আরাফাত, আলিয়া মাদরাসা সম্পাদক : আব্দুর রহমান রাসেল, স্কুল ও কলেজ সম্পাদক : আব্দুর রহমান সজীব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : তাশফি মাহমুদ সিয়াম, কার্যনির্বাহী সদস্য: আব্দুল্লাহ আল ইমরান।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group