News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

শোকের মধ্যে হাসি কান্না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০৫ পিএম শোকের মধ্যে হাসি কান্না

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে বেশ কিছু নেতার উত্থান পতনের ঘটনা ঘটে ঘটেছে। এর মধ্যে ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দুইজন হেভিওয়েট নেতাকে। তারা হলেন বিএনপির কেন্দ্র নির্বাহী সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দায়ের তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়।

৩০ ডিসেম্বর সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাক্ষরিত বহিষ্কারের বিবৃতি দলের মুখপাত্র বিএনপি মিডিয়া সেলে প্রকাশের আগেই বিএনপির অনেক নেতা নিজের ফেসবুকে পোস্ট করেন। সেদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির প্রাণ বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবরের পর গোটা নারায়ণগঞ্জ সহ সারাদেশ স্তম্ভিত হয়ে পড়ে। শোকাবহ এক পরিবেশে ছেয়ে যায় পুরো জাতি। বিএনপিও যখন এ আপোষহীন গণতন্ত্রকামী নেত্রীকে চির বিদায়ের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে তখন সন্ধ্যায় বহিষ্কারের মত ঘোষণা আসে দল থেকে যা দেখে সকলে বিষ্মিত হতবাক।

অপরদিকে শোকের শেষ দিনে ফতুল্লা বিএনপিতে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। তারা হলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

এর আগে ২০২৫ সালের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে ২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে।  

এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে ফতুল্লা থানা বিএনপি আরো শক্তিশালী ও সাংগঠনিক গতি পাবে মনে করছেন ফতুল্লা থানা বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দরা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group