সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র নেওয়া মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেশায় একজন আইনজীবী। তার বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৫ লাখ ১ হাজার টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৫৫ হাজার ৪৮৪ টাকা এবং স্ত্রীর নামে ২১হাজার ৯৮৩ টাকা। দুইজনের রয়েছে ৩৫ ভরি স্বর্ণ। রয়েছে ৩০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি থাকলেও নেই কোনো বাড়ি। তার বর্তমান অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮০ লাখ টাকা এবং স্ত্রীর ৩৫ লাখ টাকা। আর বর্তমান স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা এবং স্ত্রীর ২ কোটি টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৯৬ লাখ ৫৪ হাজার ৫৫৬ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার ৪৬১ টাকা।


































আপনার মতামত লিখুন :