সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ১০ লাখ ২০ হাজার ৮১১ টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ৮৬ লাখ ১ হাজার ৬১৩ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৮০০ টাকা। নিজ এবং স্ত্রীর রয়েছে ৬২ ভরি স্বর্ণ। রয়েছে ১৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা মূল্যের গাড়ি এবং ৪৮০ শতাংশ জমি ও ১১০০ বর্গফুটের ডুপ্লেক্স বাড়ি। তার মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৫৫ টাকা, স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ২৯০ টাকা এবং ছেলের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ২৭৩ টাকা।


































আপনার মতামত লিখুন :