News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অস্ত্র মাদক ও দুই সহযোগী সহ ডাকাত সাব্বির গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪১ পিএম অস্ত্র মাদক ও দুই সহযোগী সহ ডাকাত সাব্বির গ্রেপ্তার

ফতুল্লা থানাধীন মাদসাইর গোদারা ঘাট এলাকার কুখ্যাত ডাকাত মো. সাব্বির (৩৮) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার ১৭জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় মাসদাইর গোদারাঘাট হাজীর মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সাব্বির গোদারা ঘাট এলাকার স্বপ্নন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে বলে এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।