নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৭ জন চিহ্নিত মাদক কারবারি ও ৪ চোর আটক করেছে।
শুক্রবার রাতে (৩০ জানুয়ারী) থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে এ অভিযান চালায়।
আটককৃতরা হলো সাইফুল ইসলাম (৩০), আব্দুল রাজি (২৭), হিরণ (২৫), শ্যামল (২৭), শিপন মিয়া (৩৮), রাহাত (২০), নাজনীন (৩৫)।
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩৯ হাজার টাকা,৬৫ পিস ইয়াবা, ৪০ পুড়িয়া হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা তাদের হেফাজত থেকে জব্দ করা হয়।
এছাড়াও অপরদিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদের সামনে হতে ৪ জন চোরকে আটক করা হয়। ইয়াসিন (১৮), মাফুজ (১৮), সাকিবুল হাসান (১৬) আসাদুল ইসলাম শান্ত (১৮), এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী,চুরি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারিক।





































আপনার মতামত লিখুন :