News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ডিসি কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:৪৮ পিএম ডিসি কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইনে অবস্থিত নিট গার্ডেন নামের একটি রপ্তানীমুখী গার্মেন্টস লে অফের প্রতিবাদে মঙ্গলবার ২২ জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টের শ্রমিকরা। এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

আন্দোলনরতরা জানান, মঙ্গলবার সকালে গার্মেন্টসের ৫০০ জন শ্রমিক কাজে যোগ দিতে এসে দেখতে পান তাদের ফ্যাক্টরিতে তালা লাগানো রয়েছে এবং প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। কারখানার সামনে গার্মেন্টসটি ১৩(১) ধারায় বন্ধের নোটিশ সাটানো হয়েছে অথচ গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ কিংবা ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি। কারখানার মালিকপক্ষ শ্রমিকদের পাওনাদি থেকে বঞ্চিত করার জন্য অন্যায়ভাবে কারখানাটি বন্ধ করেছে। আমরা অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানাচ্ছি ও আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।

Islam's Group