একের পর এক ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নতুন নেতৃত্ব। নতুন কমিটি আসার পর থেকেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। প্রত্যেক ঘটনাতেই চেম্বার অব কমার্স নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। তারা তাদের অবস্থান পরিস্কার কিংবা পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না।
সবশেষ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক গোলাম সারোয়ার সাঈদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) দুপুরে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির বহিস্কৃত সদস্য শওকত হাশেম শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবু হাসান জুলহাস সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সঙ্গে থাকা লোকজন সাঈদের উপর হামলা চালিয়ে কিল ঘুষি ও বেধড়ক মারধর করেন। তারা সকলেই আশিকুর রহমানের পক্ষে এসে এই মারধরে জড়িয়ে যান।
হামলার শিকার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, ওই দোকানের পুরো জায়গার মালিক আমি। জুলহাসের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার সঙ্গে আমি তর্কে জড়াই নাই। আমি তাকে শুধু একটা কথাই বলেছি, আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তা বের করেন আর আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাও বের করবো। কাগজ অনুযায়ী যদি আমি না পাই তাহলে স্বেচ্ছায় এখান থেকে চলে যাবো। আমি সব আইনী প্রক্রিয়া মেনেই সব করছিলাম। কিন্তু তারা আমার উপর যে আঘাত করেছে এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।
এই হামলার ঘটনার প্রায় একদিন পেরিয়ে যেতে থাকলেও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাদের কমিটির একজন সদস্য মার খেয়েছেন আর চেম্বার অব কমার্স নিরব ভূমিকা পালন করেছেন। অথচ এই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু যিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিএনপির একজন কেন্দ্রীয় নেতা।
এর আগে গত ১ জুন রাতে আনুমানিক ১১টার দিকে ব্যবসায়ী মো. সোহাগ ঢাকা সচিবালয় থেকে ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে অপহৃত হন। এর পরদিন ২ জুন তাকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু এই অপহরণের ঘটনায় চেম্বার অব কমার্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
পরবর্তীতে এই ঘটনার কয়েকদিন পরে যেন চেম্বার অব কমার্স সজাগ হয়। সেই সাথে গত ৬ জুন তাদের পরিচালক মো. সোহাগকে অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি প্রদান করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একটি প্রতিনিধিদল। ব্যবসায়ী নেতা সোহান আহাম্মেদ বাবু’র নেতৃত্বে চেম্বারের প্রতিনিধিদলটি এই স্মারকলিপি জমা দেয়। এতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়। সেই সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে চেম্বারের পরিচালকসহ সকল ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানাই।’
তার আগে এর আগে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়। গত ১৫ মে সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। তার আগে সকালে থাইল্যান্ড পালানোর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়। এরপর সারাদিন তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রাখা হয়।
একই সাথে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।
পরবর্তীতে চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে এক নাম্বার আসামী করা হয়। সেই মামলায় কারাভোগ শেষে রিয়াদ চৌধুরী জামিন লাভ করেছেন। কিন্তু এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের অবস্থান পরিস্কার করেনি। তারা ব্যবসায়ীদের পক্ষে নাকি চাঁদাবাজের পক্ষে সে বিষয়ে তারা নিরব ভূমিকায় থেকেছেন।
এদিকে বছরের শুরুতেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। একই সাথে সিনিয়র সহ সভাপতি পদে মো. মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর নির্বাচিত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের নাম ঘোষণা করেন। তারা আগামী ২০২৫-২০২৭ সেশনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন।
পরিচালনা পর্ষদে পরিচালক পদে রয়েছেন- মো. মোরশেদ সারোয়ার, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ আল-মামুন, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক ও শ্রী বিকাশ চন্দ্র সাহা।
তবে এই কমিটি গঠিত হওয়ার আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে নেওয়া চাঁদার টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ব্যবসায়ীরা নেতারা। তবে কারা এই চাঁদা নিয়েছিলো সেটা তারা প্রকাশ করেননি। তারা জানান, চাঁদা ফেরত দিয়েছে এটাই যথেষ্ট। এর মাধ্যমে আর কেউ সাহস পাবে না। কারণ চাঁদার টাকা ফেরত দেওয়াটা সামান্য কোন বিষয় না।
গত ১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জে গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বারের সভাপতি মাসদুজ্জামান মাসুদ।
তারা বলেন, আমাদের দৃঢ়তা ও ঐক্যবদ্ধের কারণে বন্যার্তদের সহযোগিতার নামে নেওয়া চাঁদার টাকা স¤প্রতি ফেরত দেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর এক উদ্ভুত পরিস্থিতিতে চাঁদা নেওয়া হয়েছিল। তখন ব্যবসায়ীরাও তাৎক্ষনিক সে চাঁদা প্রদান করে। পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হয়। সেই সাথে ব্যবসায়ীদের ঐক্যের কারণে চাঁদাবাজরা সে টাকা ফেরত দিয়ে গেছে। এটা একটি নজির হয়ে থাকবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নারায়ণগঞ্জ কার্যালয় ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাছে চাঁদা দাবী ও আদায় করার অভিযোগ করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ এই অভিযোগ করেছিলেন।
আপনার মতামত লিখুন :