News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

আসছে স্বেচ্ছাসেবক দলের ফতুল্লার ৫ ইউনিয়ন কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:৫৭ পিএম আসছে স্বেচ্ছাসেবক দলের ফতুল্লার ৫ ইউনিয়ন কমিটি

আগামী কিছুদিনের মধ্যেই ফতুল্লা থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা হতে যাচ্ছে। ইতোমধ্যে সকল প্রাক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যেই এই কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব রাসেল মাহমুদ।

এর আগে গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয়। আর ওই সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী আগামী ১০দিনের মধ্যে কর্মী সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেন।  

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর নির্দেশনার পর থেকেই ফতুল্লা থানা স্বেচ্ছোসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহমুদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। সেই সাথে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কুতুবপুর ও কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা সরব রেখেছেন।

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তারা যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়েই নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সক্রিয় নেতাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আগ্রহী নেতাকর্মীরাও তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছেন।

এদিকে দীর্ঘ এক যুগ পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত পাঁচটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই কমিটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীরা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ার জন্য অনেকেই নানাভাবে লবিং-তদবির শুরু করেছেন।

এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ দিনের মধ্যেই ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের নির্দেশনা পেয়েছি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এ নির্দেশনা দিয়েছিলেন। ইতোমধ্যে ৪ দিন পেরিয়ে গেছে। আরও ৬ দিন বাকী রয়েছে। আশা করছি ১০ দিনের মধ্যেই কমিটি ঘোষণা করতে পারবো। সে লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কমিটি গঠনে ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ণ করা হবে।

Islam's Group