দূষণের অভিযোগে ফতুল্লায় ব্যালী ফুড নামের একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। বুধাবার ১৭ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত উক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। প্রতিষ্ঠানটির মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিল জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি। দূষণকারী কারখানা, প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :