নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী আরজুদা বেগম সোমার মৃত্যু শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় উক্ত শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শোক সভায় সিনিয়র আইনজীবীরা তাদের বক্তব্যে মরহুমা অ্যাডভোকেট আরজুদা বেগম সোমার পরিবারের পাশে থেকে তার ছোট্ট মেয়ের পড়ালেখার ব্যাপারে সার্বিক সহযোগিতার কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবিরের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান।
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম ওমর ফারুক নয়ন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম. এ হাফিজ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফার, সহ সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান, আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন রেজা, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু রায়হান সহ অন্যান্য আইনজীবীরা।
আপনার মতামত লিখুন :