News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৪০ পিএম অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ করা হয়। স্পট এক ফকিরবাড়ি, সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড কনজিউমার লি.নামে দুটি হিট চেম্বার বিশিষ্ট কয়েল কারখানা। স্পট  দুই ফকিরবাড়ি, মাদ্রাসা রোড এলাকায় একটি হিট চেম্বার বিশিষ্ট অবৈধ লিলি ব্ল্যাক কয়েল কারখানা অভিযানকালে প্রায় ১০০ ফুট ৩/৪” ব্যাসের পাইপ, ৫০ ফুট হোজ পাইপ এবং একটি গ্যাস টানার মেশিন জব্দ করা হয়।এছাড়া কারখানাগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ডাবল বার্ণার ৩টি (মোট ৬৩ ঘনফুট/ঘন্টা)। ৩টি হিট চেম্বার (মোট ৮০০ ঘনফুট/ঘন্টা)।

সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড দাঁড়ায় ৮৬৩ ঘনফুট/ঘণ্টা। ফলে মাসে প্রায় ২ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উভয় কারখানার মালিকদের ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত একাধিক স্পটে অভিযান পরিচালনা সম্ভব হয়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

Islam's Group