নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, আমরা রাজনীতি করি। আমাদের সামাজিক রাজনৈতিকভাবে কাজ করতে হয়। তারই অংশ হিসেবে যদি কেউ এসে বলে আমি ভালো হয়ে যাবো ভালোভাবে চলতে চাই তাহলে আমরা না করতে পারি না। ওইদিন তারা আসছে আর এটাই বলেছে। আমি তাদের বলেছি তুমরা ভালো হয়ে যাও সুন্দরভাবে চলো ভালো জীবন যাপন করো।
সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ শহরের জিমখানা এলাকায় কারাভোগ করা মামা ভাগিনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আর এই ফুলের মালার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়। এই সমালোচনার প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমরা রাজনীতি করি আমাদের কাছে অনেকেই আসতে পারে। ছবিতে দেখলেই বোঝা যাবে আমি তাদের বুঝাচ্ছি। আমাদের রাজনীতি স্বচ্ছ। আমাদের লুকিয়ে করার কোনো সুযোগ নাই। দুষ্টু শক্তি নিয়ে কাজ করতে হবে সেটারও প্রয়োজন নেই। কিন্তু সামাজিক রাজনৈতিক দায়িত্ববোধের কারণে অনেকেই আসতে পারে। এর বেশি কিছু না।
তিনি আরও বলেন, তাই বলে দুষ্টুদের আশ্রয় প্রশ্রয় দিবো না। কেউ যদি ভালোভাবে কাজ করে এগিয়ে আসে ভালো কথা। আমরা নারায়ণগঞ্জে দুষ্টের দমন শিষ্টের লালন করতে চাই।
আপনার মতামত লিখুন :